টি-টোয়েন্টি র‌্যাংকিং

ভারতের সূর্যকুমারই শীর্ষস্থানে

এমআরএফ টায়ার্স আইসিসি পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব র‌্যাংকিংয়ের শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড়ো গতির হাফ সেঞ্চুরি শীর্ষস্থানে তারা অবস্থানকে শক্ত করেছে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮৬৫। গত ১২ ডিসেম্বর নতুন এই রেটিং প্রকাশ করা হয়েছে।
 
সূর্যকুমার যাদব প্রথম টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৫৬ রান করেন। একই ম্যাচে রিংকু সিং ৬৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। মাত্র ৩৯ বলে তিনি এই ইনিংসটি খেলেন। এই ইনিংসটির মাধ্যমে রিংকু সিং তার ব্যাটিং দ্যুতি অব্যাহত রেখেছেন। বেড়েছে তার রেটিং পয়েন্ট। একই সঙ্গে র‌্যাংকিংয়ে তার অবস্থানের উন্নতিও হয়ের্ছে। বর্তমানে ৪৬৪ রান রেটিং পয়েন্ট। আর র‌্যাংকিংয়ে ৫৯তম স্থান থেকে তিনি ৪৬তম স্থানে উঠে এসেছেন। ২৬ বছর বয়সী রিংকু সিংয়ের বর্তমান গড় ৮২.৬৬। ১১ ম্যাচ শেষে তার স্ট্রাইক রেট ১৮৩.৭০।
 
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার দ্বিতীয় ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। দলটির অধিনায়ক এইডেন মার্করাম ৭৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন। তবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে নিজের অবস্থান দুই ধাপ উপরে এনে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। আর অবস্থার অবনমন হয়েছে রেজা হেনড্রিকসের। এক ধাপ নেমে অষ্টম স্থানে এসেছেন তিনি।

বোলার র‌্যাংকিংয়ে রশিদ খান ও ভারতের রবি বিষ্ণু যৌথভাবে শীর্ষে রয়েছেন। রশিদ খান অবশ্য সিরিজে খেলছেন না। তবে প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি শীর্ষ দশে অষ্টম স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন। ৬৫৪ রান রেটিং পয়েন্ট তার। দ্বাদশ স্থান থেকে দশম স্থানে উঠেছেন তিনি।