ক্লাব বিশ্বকাপ

জীবনে এমন সুযোগ খুব কমই আসে: গার্দিওলা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। এখন একটা মাত্র ধাপ, আর তা পার হতে পারলেই বিশ্ব ক্লাব কাপের শিরোপা পালকটাও গার্দিওলার সাফল্যের মুকুটে যোগ হবে। আর এটি পেতে উম্মুখ হয়ে আছেন ম্যানসিটি কোচ। খেলোয়াড়দেরও উদ্বুধ্ব করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। আগামী শুক্রবার তারা শিরোপা জন্য মাঠে নামবে। এ সম্পর্কে পেপ গার্দিওলা বলেন, আগামী শুক্রবার ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য জীবনে একবারই সুযোগ পাবে।

শিরোপা জয়ের জন্য ম্যানসিটিকে ফেভারিট বলতেই হবে। পেপ গার্দিওলাও ভালো করেই জানেন, তার দলই শিরোপা জিততে যাচ্ছে। অন্তত শক্তির বিচারে এমনটাই হওয়ার কথা। কিন্তু গার্দিওলা কোনোকিছু নিশ্চিত করে ধরে নিতে রাজি নন। বরং খেলোয়াড়দের সতর্ক হওয়ার জন্য জানিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, আমরা সবাই একত্রে ডিনার করবো। সেখানে এই ট্রফিটা ক্লাবের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে চেষ্টা করবো। আসলে এই ট্রফি অর্জনের জন্য অবিশ্বাস্য সব কাজ করতে হয়। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়। আর এটা একবারই করার সুযোগ হয়। এখানে আমাদের আসতে পারাটা অবিশ্বাস্য এক ব্যাপার। তবে কোনো কিছুই আমরা চূড়ান্তভাবে নিচ্ছি না। আমরা জানি পরবর্তী মৌসুমে এখানে আমাদের আসার সুযোগ নাও হতে পারে।

আর্লিং হালান্ড এবং কেভিড ডি ব্রুইন না থাকায় ম্যানসিটির জন্য কাজটা ক্রমেই কঠিন পড়ছে। ইনজুরির কারণে তারা দলের বাইরে। শুক্রবারের ফাইনালেও তারা খেলতে পারবে না। তবে উভয় খেলোয়াড় দলের সঙ্গে সৌদি আরব এসেছে। সোমবার ডি ব্রুইন প্রথমবারের মতো অনুশীলনে নামেন। গত তিন মাস ধরে ইনজুরিতে ভুগছেন তিনি। আর ৫ ডিসেম্বরের পর হালান্ড মাঠে নামতে পারেননি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি।