নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দিল বাংলাদেশ

নেপিয়ারের পেস স্বর্গে স্পিন দিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। শান্তর এমন সিদ্ধান্তে কেউ কেউ হয়তো অবাকই হয়েছেন। তবে চতুর্থ বলে উইকেট শিকার করে আস্থার প্রতিদান দিয়েছেন মাহেদি। পরের ওভারে আক্রমণে এসে রীতিমতো আগুন ঝরিয়েছেন শরিফুল। তার গতি আর সুইংয়ে পুড়েছে কিউই টপ অর্ডার। টপ অর্ডার ব্যর্থতার দিনে জিমি নিশাম ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেনি। তাতে দেড়শ রানও করতে পারেনি কিউইরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। মূল ধসটাই তিনি নামিয়েছিলেন দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে। হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। পরে অবশ্য নিজের ভান্ডারে আরো এক উইকেট যোগ করেন এই পেসার।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। মাহেদি হাসানও প্রথম ওভারে এক উইকেট নেওয়ার পর পরবর্তীতে আরো এক উইকেট নিয়েছেন। মুস্তাফিজুরেরও শিকার সংখ্যা দুই। ১৫ রান দিয়ে তিনি এই উইকেট নেন। তবে সবচেয়ে কম রান দিয়েছেন মাহেদি। ১৪ রান খরচ তার।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন নিশাম। ৪৮ রান করেন ২৯ বলে। চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। এ ছাড়া অন্যরা বলার মতো কিছুই করতে পারেনি।