লা লিগায় সেই উত্তেজনাটা আর নেই। প্রতিদ্বন্দ্বী দলগুলো থেকে রিয়াল মাদ্রিদ নিজেদের এতটাই আলাদা করে নিয়েছে যে অন্য দলগুলো শিরোপা জয়ের লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। তবে অন্য দলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইটা ঠিকই টিকে রয়েছে। তারই অংশ হিসেবে রোববার (১৭ মার্চ) রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। সে ম্যাচে উচ্ছ্বাসে ভেসেছে সফরকারী বার্সেলোনা। ৩-০ গোলে জয় পেয়েছে জাভির প্রশিক্ষণাধীর দলটি। হোয়াও ফেলিক্স, রবার্ট লেভানদোভস্কি ও ফারমিন লোপেজ গোলগুলো করেছেন।
নিজেদের মাঠের খেলায় শুরুতেই স্বাগতিক অ্যাতলেতিকো মাদ্রিদের আধিপত্য ছিল। তবে গোলের দেখাটা পায় বার্সেলোনা। লেভানদোভস্কির তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ৩৮ মিনিটে হোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেন। বিরতির পরপরই স্কোরশিটে নাম লেখান লেভানদোভস্কি।
বিরতির আগে অবশ্য বার্সেলোনা কিছু সময়ের জন্য থমকে দাাঁড়িয়েছিল। তাদের কোচ জাভিকে বহিষ্কার করা হয়। তবে এ ঘটনা বার্সেলোনার পারফরম্যান্সে যে কোনো প্রভাব ফেলতে পারেনি তা তারা প্রমাণ করেছে। বিরতির পরপরই লেভানদোভস্কির গোলের কিছু সময় পর বার্সেলোনা পেয়ে যায় তৃতীয় গোল। ফারমিন লোপেজ করেন গোলটি। রূপকার ছিলেন লেভানদোভস্কি। ম্যাচে এটা ছিল তার দ্বিতীয় অ্যাসিস্ট।
এ জয়ের ফলে বার্সেলোনা ২৯ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে নিজেদেরকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে চমক দেখানো জিরোনা আবার হেরেছে। ফলে ৬২ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে।