ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের খেলায় মঙ্গলবার (২৬ মার্চ) ঘরের মাঠ বসুন্ধরার কিংস অ্যারেনায় ফিলিস্তিনকে স্বাগত জানাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের বিকেলে ম্যাচটি ঘিরে অন্যরকম আবহ তৈরি হয়েছে। বিপক্ষ দল ফিলিস্তিনের দেশে তাদের জনগণ স্বাধীনতার জন্য লড়ছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে বাংলাদেশের খেলায় সমর্থকদের জন্য অন্যরকম আবেগ-অনুভূতি নাড়া দিচ্ছে। দেশের সমর্থকরা মাঠের খেলায় বাংলাদেশকে সমর্থন দিলেও মাঠের ৯০ মিনিটের বাইরে তারা ফিলিস্তিনকে সমর্থন করছে ।
মাঠের লড়াইটা বাংলাদেশের জন্য বেশ কঠিন বলেই অনুমেয়। কেননা কুয়েতে অনুষ্ঠিত প্রথম লেগের লড়াইটা বাংলাদেশকে তিক্ত স্মৃতি উপহার দিয়েছে। ৫ গোলে হেরে বিধ্বস্ত হয় লাল সবুজরা। তবে সব স্মৃতি পেছনে ফেলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
এদিকে ম্যাচটি নিয়ে টি-স্পোর্টস দারুণ উদ্যোগ নিয়েছে। তাদের অ্যাপের মাধ্যমে দর্শকরা ম্যাচটি দেখলে তা থেকে অর্জিত অর্থ ফিলিস্তিনিদের কল্যাণে ব্যয় করবে টি-স্পোর্টস কতৃপক্ষ।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের কোচ বলেন, ' এটা দারুণ ব্যাপার। টি-স্পোর্টসকে ধন্যবাদ। ফিলিস্তিনি জনগণের জন্য এটা দারুণ সহায়তা। আমরা এ ধরণের ঘটনাকে স্বাগত জানাই।'
চার দলের গ্রুপে বাংলাদেশ রয়েছে সবার নিচে। তিন ম্যাচ থেকে অর্জিত পয়েন্ট মাত্র ১। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা লেবাননের পয়েন্ট ২। দ্বিতীয় স্থানে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ একটা সুযোগ রয়েছে ফিলিস্তিনের সামনে। সেই সুযোগটা পেতে পারে বাংলাদেশও। তবে সে জন্য আজকের ম্যাচে তাদের জয় পেতেই হবে।
এর আগে সোমবার (২৫ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, নিশ্চিতভাবেই আমাদের জন্য বড় একটি দিন। অনেক দিন পর ঘরে ফিরতে পেরে খুবই খুশি। নিজেদের দর্শকদের সামনে খেলা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। কিংস অ্যারেনায় আবারও দারুণ আবহ দেখতে চাই, যেখানে আমরা এখনও অপরাজিত।