মুস্তাফিজুর আবার শীর্ষে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরেই আগুন ঝড়ালেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে বিরতি দিয়ে ঢাকা থেকে ভারতে ফিরেই দলে যোগ দেন বাংলাদেশি এ পেসার। ভ্রমণ ক্লান্তির কারণে দলে থাকবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা ছিল। সে শঙ্কা উড়িয়ে দিয়ে মুস্তাফিজুর রহমান প্রথম একাদশে জায়গা করে নেন। দুই উইকেটও পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে আবার তিনি উইকেট শিকারী বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

মুস্তাফিজুর পুরো চার ওভার বোলিং করেছেন। প্রথম তিন ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়েই আগুন ঝরিয়েছেন। প্রথম বলেই আউট করেন কলকাতার হয়ে সবচেয়ে বেশি রান করা শ্রেয়াস আইয়েরকে। চতুর্থ বলে তার শিকারে পরিণত হন মিচেল স্টার্ক। এই ওভারে মাত্র ১ রান দেন তিনি। উইকেট পান দুটো। সব মিলিয়ে ৪ ওভারে ২২ রানে দুই উইকেট পেয়েছেন। টুর্নামেন্টে তার শিকার সংখ্যা ৯।

এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের শুরুটা ছিল দারুণ। প্রথম ম্যাচেই পেয়েছিলেন চার উইকেট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দল তার ওপর আস্থা রেখে চলেছে। সোমবার (৮ এপ্রিল) দুই উইকেট শিকার করে কলকাতা নাইট রাইডার্সকে স্বল্প রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাফিজ।