বাদ সাকিব

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি ক্রিকেটার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। প্রাথমিক ১ হাজার ৩৫৫ জন থেকে বাছাই করে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই নিলামে জায়গা পেয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। একমাত্র বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাকি ৬ জনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।

বিসিসিআইয়ের তথ্যমতে, নিলামে ওঠা ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। ১০টি দলের ৭৭টি ফাঁকা স্লটের জন্য লড়বেন তারা। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লাখ রুপি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পকেটে।

এদিকে, ফ্র্যাঞ্চাইজির সুপারিশে বিশেষ চমক হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। এছাড়া শ্রীলঙ্কার কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগের মতো তারকারাও থাকছেন নিলামে।

DR