ইউরো কাপের প্রথম ম্যাচে গোল উৎসব করেছে স্বাগতিক জার্মানি। শুক্রবার (১৪ জুন) রাতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তারা স্কটল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। ফ্লোরিন উইটজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফোক্রুগ ও এমরি ক্যান জার্মানির হয়ে গোল করেন।
স্কটল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ নিয়ে কম আতঙ্কিত ছিল না জার্মানরা। অতীত ইতিহাস এ ম্যাচের আগে জার্মানদের আতঙ্কিত করে তুলেছিল। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের স্মৃতি এখনো উজ্জ্বল জার্মানদের। এ তিন আসরে নিজেদের প্রথম ম্যাচে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল। তিন আসরের উদ্বোধনী ম্যাচে হেরেছিল তারা। ফলে এ ম্যাচ নিয়ে উদ্বেগের শেষ ছিল না। কিন্তু মাত্র ২০ মিনিটের মধ্যে আতঙ্কের পরিবর্তে জার্মান শিবিরে আনন্দ স্থান করে নেয়। ২০ মিনিটের মধ্যে তারা দুই গোলে এগিয়ে যায়।ফ্লোরিন উইটজ দশ মিনিটের সময় এবং জামাল মুসিয়ালা ১৯ মিনিটে গোল করেন।
এদিকে প্রথমার্ধের শেষভাগে জার্মানদের স্বস্তি আরো বাড়িয়ে দেয় একটা লাল কার্ড। ৪৪ মিনিটে স্কটিশ খেলোয়াড় রায়ান পোর্টেয়স লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জার্মানদের জন্য গোল করা আরো সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল পায় তারা। ৫-১ গোলে জয়ের ফলে ইউরোর ইতিহাসে জার্মানি তাদের সবচেয়ে বড় জয়টি পায়।
ম্যাচের শেষ সময়ে স্কটল্যান্ড একটা গোল পায়। তবে এ গোলের মালিক তাদের কেউ নন, বরং জার্মানির অ্যান্তোনিও রুডিগার। তার হেড করা বল নিজেদের জালে আশ্রয় নেয়।
হুলিয়ান নাগেলসমানের প্রশিক্ষণাধীন জার্মানি পরবর্তী ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে। এ ম্যাচটি বুধবার মাঠে গড়াবে। গ্রুপ 'এ'তে থাকা স্বাগতিক জার্মানি গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।