ইউরো শেষ। এখন শুরু অবসর প্রকল্প। সেই প্রকল্পে এবার যোগ দিলেন ফ্রান্সের ওলিভার জিরুদ। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জিরুদ সোমবার (১৫ জুলাই) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ক্লাব ফুটবলে খেলা অব্যাহত রাখবেন। নতুন ঠিকানা হিসেবে তিনি মেসিদের লিগ মেজর সকার লিগে যোগ দিচ্ছেন।
জিরুদ আগেই জানিয়ে দিয়েছিলেন, এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ হবে তার শেষ টুর্নামেন্ট। ফ্রান্স যতদূর যাবে ততদুরই তিনি দলের সঙ্গে থাকবেন।
সোমবার ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী জিরুদ বলেন, যখনই ইউরোপীয় মিশন শেষ হয়েছে তখনই ফ্রান্স দলকে আমি বিদায় জানিয়েছি।
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ফ্রান্স। স্পেনের কাছে ২-১ গোলে হারে সাবেক চ্যাম্পিয়ন দলটি। এ ম্যাচে জিরুদ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন। জাতীয় দলের হয়ে জিরুদ ১৩৭ ম্যাচে ৫৭ গোল করেন। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জিরুদ।
জিরুদের নতুন ঠিকানা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। দীর্ঘ ১৮ বছরের ইউরোপ মাতিয়ে তিনি এখন মেজর সকার লিগে এলএএফসিতে যোগ দেবেন। ২০২৫ পর্যন্ত চুক্তি তার। তবে ২০২৬ পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।
