টি-টোয়েন্টিকে বিদায় জানালেন রোহিত শর্মাও

বিশ্বকাপ শেষে সাবেক অধিনায়ক বিরাট কোহলি টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কোহলির পথ ধরলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও। বার্বাডোজে শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এ কথা জানিয়েছেন তিনি। টি-টোয়েন্টিকে বিদায় জানালেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলার কথা জানিয়েছেন এই ৩৭ বছর বয়সী ভারতীয় ব্যাটার।

দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পর এক সাক্ষাতকারে রোহিত শর্মা বলেন,‌ এটা ছিল আমার শেষ ম্যাচ। এই ফরম্যাটের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এর থেকে ভালো উপলক্ষ আর হতে পারে না। আমি এ খেলার প্রতিটা মুহুর্ত উপভোগ করেছি। আমি টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। সে কারণে আমি এই কাপটা জিততে চেয়েছিলাম।

রোহিত শর্মা আরো বলেন, আমি এই কাপটা খুব করে জিততে চেয়েছিলাম। এই কাপটা জয়ের জন্য আমি কতটা মরিয়া ছিলাম তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার জন্য এটা খুব আবেগঘন মুহূর্ত। আমার জীবনের সঙ্গে এই কাপটা জড়িয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছি। যাহোক এ মুহুর্তে আমি আনন্দিত।

টি-টোয়েন্টি ক্রিকেটকে যখন রোহিত শর্মা বিদায় বলেছেন তখন এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। ১৫৯ ম্যাচে তার রান ৪২৩১। একই সঙ্গে এই ফরম্যাটের সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ানও তিনি। পাঁচটি সেঞ্চুরি করেছেন টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে খেলোয়াড় হিসেবে শিরোপা জয় করেছিলেন তিনি। এখন জয় করলেন অধিনায়ক হিসেবে।

রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর অবশ্য কোনো অপ্রত্যাশিত বিষয় নয়। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর তারা আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবে এবারের বিশ্বকাপের জন্য গত জানুয়ারিতে আবার এই ফরম্যাটের খেলা শুরু করেন।