ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলবেন ব্রাজিলের মার্তা

প্যারিস অলিম্পিকেও দেখা যাবে ব্রাজিলির নারী ফুটবলার মার্তাকে। কোচ আর্থার ইলিয়াস প্যারিস অলিম্পিক দলে মার্তার অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, তার ১৮ সদস্যের ফুটবল দলে ৩৮ বছর বয়সী মার্তাও থাকছেন।

নারী ফুটবলের ইতিহাসে সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় মার্তাকে। যদিও তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দলের প্রয়োজনে আর্থার ইলিয়াস তাকে অন্তর্ভূক্ত করেছেন। এবার নিয়ে ষষ্ঠবারের মতো অলিম্পিক দলে খেলতে যাচ্ছেন মার্তা।

তবে দুর্ভাগ্য মার্তার, ইতিহাসের সেরা খেলোয়াড় বিবেচিত হলেও অলিম্পিকে কখনো সোনার দেখা পাননি। দুইবার রানার্স আপ হয়েছে তার দল। দুইবারই ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ব্রাজিল।

২০২১ সালে টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার মাঝ দিয়ে মার্তা প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ অলিম্পিকে খেলার কীর্তি গড়েছিলেন। মার্তার প্রশংসা করে কোচ আর্থার ইলিয়াস বলেন,  সে সর্বকালের সেরা অ্যাথলেট। এখনো পর্যন্ত সে ভালো খেলছে। যোগ্যতার বলেই সে দলে এসেছে।

অলিম্পিকে ব্রাজিল 'সি' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপে আরো রয়েছে নাইজেরিয়া, জাপান ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।