এই ৫ তারকার মধ্যে কার সম্পদ বেশি?

ভারতীয় উপমহাদেশে ক্রিকেটে টাকার ছড়াছড়ি! শুধু খেলা থেকে আয় তো আছেই, সেইসঙ্গে বিজ্ঞাপন থেকেও বড় অঙ্কের টাকা উপার্জন করেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটারদের এক একজনের সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। বাড়ি, গাড়ি তো বটেই জীবনযাপনের ধরনেও আমূল পরিবর্তন এসেছে বর্তমান ক্রিকেটারদের। বর্তমান ও সাবেক ধনীতম পাঁচ ভারতীয় ক্রিকেটার কারা, কার সম্পত্তির পরিমাণইবা কত, তা এই তালিকা থেকে জেনে নেওয়া যাক-

শচীন তেন্ডুলকার
ক্রিকেট না খেললেও বহু সংস্থার বিজ্ঞাপনে যুক্ত আছেন শচীন তেন্ডুলকার। সেরা ক্রিকেটারদের তালিকায় সবসময়ই প্রথম দিকে থাকে তার নাম। সংবাদমাধ্যম সূত্রে খবর, শচীনের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১ হাজার ২৫০ কোটি টাকা!

বিরাট কোহলি
শচীনের মতোই বিরাট কোহলিও রয়েছেন ধনীতম ক্রিকেটারের তালিকায়। ভারতীয় দলের সাবেক অধিনায়কের সম্পত্তির পরিমাণ হাজার কোটির বেশি। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিরাটের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০ কোটি টাকা।

মহেন্দ্র সিং ধোনি
বিরাটের পরেই এই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত টি২০ ও ওয়ান্ডে ক্রিকেটে বিশ্বকাপ জিতেছেন। ধোনির নেতৃত্বেই ভারত বিশ্ব ক্রিকেটে রাজ করেছে। ভারতের সাবেক অধিনায়কের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১ হাজার ৪০ কোটি টাকা।

রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার আরেক পরিচিতি ‘হিটম্যান’। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়।  ২২ গজে তার মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান এখন খুব কমই আছেন। একদিনের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছে ৩টি ডাবল সেঞ্চুরি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে রয়েছে ৭টি সেঞ্চুরি। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে চমৎকার সব ইনিংস বাদেও রয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার। টাকার মূল্যে প্রায় ২৮৬ কোটি টাকার মালিক রোহিত।

হার্দিক পান্ডিয়া
ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি জাতীয় দলের সহ-অধিনায়কে দায়িত্ব পালন করেন। আইপিএলের গত আসরে তার নেতৃত্বে খেলছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার সম্পদের পরিমাণ কোটি কোটি টাকার। চলতি বছরের এক প্রতিবেদন অনুসারে ভারতীয় এই তারকা ক্রিকেটার প্রতি মাসে প্রায় ১.২ কোটি টাকা আয় করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯১ কোটি টাকার।