লা লিগা

বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ

লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াইটা জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৫ অক্টোবর) রাতে নিজেদের মাঠের খেলায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে বার্সেলোনার পাশে বসেছে। উভয় দলের পয়েন্ট ২১। রিয়াল মাদ্রিদ ৯ ম্যাচ থেকে এই পয়েন্ট পেয়েছে। বার্সেলোনা ২১ পয়েন্ট পেয়েছে ৮ ম্যাচ থেকে।

রিয়াল মাদ্রিদের এ জয়ে স্কোরশিটে নাম লিখিয়েছে ফেডেরিকো ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অবশ্য ম্যাচে ব্যবধান গড়ে নিতে মোটেও দেরি করেনি। ১৪ মিনিটে ফেডেরিকো ভালভার্দের গোলে তারা এগিয়ে যায়। লুকা মদরিচের কর্নার কিক থেকে পাওয়া বলে দূর পাল্লার শটে গোল করে তিনি দলকে এগিয়ে নেন। আর ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ৭৩ মিনিটে দর্শনীয় গোলের সুবাদে জয় নিশ্চিত করেন। ভিয়ারিয়ালের বিপদ সীমানার বাইরে থেকে পাওয়া বলে গোল করেন তিনি।

এমন জয়ের দিনে দুঃশ্চিন্তা শেষ নেই রিয়াল মাদ্রিদ শিবিরে। ডিফেন্ডার দানি কারভাহাল মারাত্মকভাবে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়েছে।

এ জয়ের মাঝ দিয়ে রিয়াল মাদ্রিদ আবার জয়ের ধারায় ফিরলো। গত সপ্তাহটা তাদের খুবই বিব্রতকর সময় পার করতে হয়েছে। লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কাটা সহ্য করতে হয়েছে। ফ্রেঞ্চ ক্লাব লিলের কাছে ১-০ গোলে হেরে যায় তারা।

এ জয়ের মাঝ দিয়ে রিয়াল মাদ্রিদ একটা রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৮ সালে বার্সেলোনা লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছিল। রিয়াল মাদ্রিদের বর্তমানে ৪১ ম্যাচে অপরাজিত থেকে বার্সেলোনার কীর্তিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।