ছাদখোলা বাসে ঢাকার রাস্তায় বাঘিনীদের উল্লাস

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন সাবিনা-ঋতুরা। বাংলাদেশ নারী দলের নির্ধারিত ফ্লাইট নামার কথা ছিল ২ টা ১৫ মিনিটে। তবে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান চ্যাম্পিয়নরা।

বিমানবন্দরে এসে পৌঁছানোর ঘণ্টাখানেক পরে ছাদখোলা বাসে যাত্রা শুরু করে বাঘিনীরা। বিমানবন্দর থেকে সাফ শিরোপাজয়ীদের গন্তব্য মতিঝিলের বাফুফে ভবন।

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদখোলা বাস। বিমানবন্দরের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছিল উৎসুক জনতার।

বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।