ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যমুনায় সাফজয়ী মেয়েরা, সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১১:১২ এএম

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন সাফজয়ী নারী ফুটবল দল। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা যমুনায় আসেন। বেলা ১১টায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেছেন, আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছ।

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

MB/FI
আরও পড়ুন