পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পির পদত্যাগের পর থেকে পদটি খালি ছিল। তার জায়গায় কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ।
সম্প্রতি নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেটের পাশাপাশি ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরের কোচিং অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল দেশটির সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাকের নাম। তবে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি নিউজিল্যান্ডের সাবেক কোচ ৫০ বছর বয়সী হেসনকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছে।
নতুন কোচ মাইক হেসন ২০১২ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলের এবং ২০১১ সালে কেনিয়া জাতীয় দলের কোচ ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালের নভেম্বরে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্ব নেন এবং তার অভিষেক মৌসুমেই দলকে পিএসএলের তৃতীয় শিরোপা এনে দেন।
হেসনকে কোচ হিসেবে পিসিবি চূড়ান্ত নিয়োগ দিলে তিনি হবেন গত দুই বছরের মধ্যে পাকিস্তান দলের সপ্তম কোচ। এর আগে গত দুই বছর ধরে পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন আব্দুল রহমান, মোহাম্মদ হাফিজ, আজহার মাহমুদ, জেসন গিলেস্পি, গ্যারি কার্স্টেন এবং আকিব জাভেদ।