শ্রীলঙ্কায় ৪ দাবাড়ুুর ঈদ, ভুটানে সাবিনারা

জর্ডান থেকে শুক্রবার (৬ জুন) সকালে ঢাকায় এসেছেন ঋতুপর্ণারা। ঈদের দিন শনিবার (৭ জুন) সকালে আবার ভুটানে ফিরে গেছেন চার নারী ফুটবলার। ঋতুপর্ণা, শামসুন্নাহার, মনিকা ও মারিয়া পুনরায় ভুটান লিগে যোগ দিতে আজ সকালে ঢাকা ছেড়েছেন। জাতীয় দলে ডাক পাওয়া আরেক সিনিয়র ফুটবলার গোলরক্ষক রুপ্না চাকমাও খুব শীঘ্রই ভুটানে যাবেন। 

ভুটান লিগে খেলছেন বাংলাদেশ নারী দলের ১০ ফুটবলার। বৃটিশ কোচ পিটার বাটলার ১০ জনের মধ্যে পাঁচ জনকে ডেকেছেন। সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়া জাতীয় দলে ডাক না পাওয়ায় ভুটানেই রয়েছেন। তাদের ঈদ কাটছে ভুটানেই। 

দেশের দায়িত্ব পালনে হামজা -জামালরা ঈদের দিনেও জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন। জর্ডান ফেরত নারী দলের অনেকেই রয়েছেন বাফুফের ক্যাম্পে। বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র পাঁচ ফুটবলার ভুটান লিগ থেকে ডাক না পাওয়ায় তাদের ঈদ কাটছে সেখানেই। সাবিনাদের পরিবার ছাড়া ঢাকায় বাফুফে ভবনে ঈদ করার অভিজ্ঞতা আছে অনেক। দেশের বাইরে পরিচিত ৪-৫ জনের এ রকম ঈদ স্মৃতি অবশ্য তেমন নেই। 

সাবিনাদের মতোই শ্রীলঙ্কার কলম্বোতে ৪ দাবাড়ুর নিভৃতে ঈদ কাটছে। ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবায় খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়, তাহসিন তাজওয়ার জিয়া, সাকলায়েন মোস্তফা সাজিদ ও ওয়াদিফা আহমেদ। 

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র পুত্র তাহসিন তাজওয়ার জিয়ার রোজার ঈদ কেটেছিল হাঙেরীতে। এবারও দেশের বাইরে ঈদ করতে হচ্ছে খেলার জন্য। নীড়েরও দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতা রয়েছে।