ক্লাব বিশ্বকাপ: পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি

নিউ জার্সির তীব্র গরমেও জমে গিয়েছিল ম্যাচটা। শুক্রবার রকফেলারে বসে থাকা সেই ওয়াইথেনশোয়ের ছেলেটিই রবিবার (১৩ জুলাই) চেলসিকে ক্লাব বিশ্বকাপের চূড়ায় পৌঁছে দিলেন।

প্যারিস সেন্ট-জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ম্যাচের নায়ক কোল পামার দুটি অসাধারণ গোল এবং একটি দুর্দান্ত অ্যাসিস্টে নিজেই তৈরি করে দিলেন ইতিহাস।

৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উপেক্ষা করে মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংলিশ ক্লাবটি। মাত্র দেড় মিনিটেই পিএসজির গোলরক্ষক রবার্ট সানচেজকে চ্যালেঞ্জের মুখে ফেলেন ডেম্বেলে, কিন্তু চেলসি প্রথম গোল করে ১০ মিনিটের মধ্যেই।

চেলসির কৌশল ছিল পরিষ্কার- পিএসজির রক্ষণের পেছনে বল ফেলেই আক্রমণ। আর সেই পরিকল্পনাই কাজে দেয়। প্রথম গোলটি আসে গুস্টোর দারুণ দৌড় ও পাস থেকে, পামার নিচু শটে লক্ষ্যভেদ করেন।

এরপর দ্বিতীয় গোলেও একই দৃশ্য। ডান দিক থেকে পামার বল পেয়ে ঠিক একইভাবে শট নিয়ে জালের কোণা খুঁজে নেন। তৃতীয় গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। পামার বল বাড়িয়ে দেন জোয়াও পেদ্রোর দিকে, যিনি ফিনিশিংয়ে ছিলেন নিখুঁত।

চেলসি পুরো ম্যাচে মাত্র ১২৬টি পাস খেললেও কার্যকারিতা ছিল নিখুঁত। তিনটি শটই গোলবারে গিয়ে জড়ায়। দ্বিতীয়ার্ধে পিএসজি বেশ কিছু সুযোগ তৈরি করলেও সানচেজ ছিলেন বাধা হয়ে। ডেম্বেলে ও কোয়ারাতসখেলিয়ার শট ফিরিয়ে দিয়ে তিনি চেলসির লিড অক্ষুণ্ন রাখেন।

শেষ পর্যন্ত পিএসজি কিছুই করতে পারেনি। সমর্থকদের উল্লাস আর চেলসির শৃঙ্খলিত পারফরম্যান্সে ইতিহাস গড়া হয়ে যায়- বিশ্ব ফুটবলের মঞ্চে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে ব্লুজরা।

সূত্র/ দি গার্ডিয়ান