শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার (২৯ আগস্ট) শুরু হয়েছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এতে প্রথম দিনে সোনা জিতেছেন কামরুজ্জামান, রিয়াজ আহমেদ ও কামরুন্নাহার।
শুরুতে মেয়েদের একক ইপি ইভেন্টে আসমা আক্তারকে হারিয়ে সোনা জেতেন কামরুন্নাহার। দুজনই বাংলাদেশ আনসারের ফেন্সার। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন খালেদা আক্তার ও রাবেয়া আক্তার।
এরপর ছেলেদের ফয়েল ইভেন্টে সোনা জেতেন আনসারের মোহাম্মদ রিয়াজ আহমেদ। তিনি হারিয়েছেন একই দলের মোহাম্মদ মনির হোসেনকে। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মমিনুর রহমান ও মিরপুর ফেন্সিং ক্লাবের হাসান আলী।
শেষ ইভেন্টে ছেলেদের সেবার এককে সোনা জেতেন বাংলাদেশ আনসারের কামরুজ্জামান। একই দলের মোহাম্মদ ইফতেখারুল আলম বিপুলকে হারিয়েছেন তিনি। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক ও মিরপুর ফেন্সিং ক্লাবের তানভির হোসেন।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।
প্রতিযোগিতার দলগত ইভেন্ট নেই। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নিচ্ছে প্রায় ১৭৫ জন ফেন্সার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক।