বিসিবির নির্বাচক প্যানেল দীর্ঘদিন পর সাইফ হাসানকে জাতীয় দলে ফিরিয়েছেন। আর সুযোগ পেয়েই নির্বাচকদের ভরসার প্রতিদান দিয়েছেন এই ডান হাতি ব্যাটার।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটে-বলে পারফর্ম করে জয়ে অবদান রেখেছেন তিনি। তবে সাইফকে এখনই আকাশে না তোলার জন্য বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
রোববার (৩১ আগস্ট) দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ। এই সময় সাইফকে নিয়ে কথা বলেছেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘আপনাদেরকে আমি আগেও অনুরোধ করেছি, কাউকে তাড়াতাড়ি আকাশে তুলে ফেইলেন না আবার কাউকে তাড়াতাড়ি নিচে নামায়ে দিয়েন না। ভালো খেলেছে। শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে। ব্যাকফুটে চলে গেছে পরে আবার ফিরে এসেছে।’
বারবার ব্যর্থ হলেও সাইফের ফের দলে ফেরার পেছনে শক্ত মানসিকতাকে কৃতিত্ব দিচ্ছেন সালাউদ্দিন। তার ভাষ্য, যেকোনো মানুষই যখন পিছিয়ে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর একটা তকমা ছিল টেস্ট ক্রিকেটার, সেখান থেকে বেরিয়ে এসে যে দৃঢ়তা দেখিয়েছে, এটা সবার ভেতরে থাকে না। উন্নতি তো করে যেতেই হবে। কিন্তু তার চেষ্টা ছিল। এটা সে নিজেই করেছে, এটা তার ক্রেডিট।
‘সবাই ভেবেছে টেস্ট প্লেয়ার সাদা বলে পারবে না। সেখান থেকে চেষ্টা করে উন্নতি করে এখানে এসেছে খুবই ভালো। আন্তর্জাতিকে ৬-৭ ম্যাচে ফেইল করেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন কাজ। এটা তার ক্রেডিট।’
সামনেও এমন ছন্দ ধরে রাখবে সাইফ এমন চাওয়া শিষ্যর কাছে সালাউদ্দিনের। তিনি বলেন, ‘আশা করি আগের ম্যাচে সে যে ক্যারেক্টার দেখিয়েছে সে যেন আরও দেখিয়ে যেতে পারে। সাফল্য কত দিন ধরে করে যাচ্ছে এটা জরুরি। অনেকেই চেষ্টা করে। অনেকের ধৈর্য ৬ মাস, ১ বছর থাকে। ওর ৪ বছর ছিল। আশা করি সে আরও ভালো করবে ভবিষ্যতে।’