চট্টগ্রামে বেসবল প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাংলাদেশ বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণ করে নতুন ও আগ্রহী প্রায় ৪০ জন ছেলে-মেয়ে খেলোয়াড়। প্রশিক্ষণে বেসবলের মৌলিক কৌশল, মাঠে অবস্থান, বল নিক্ষেপ ও ক্যাচিংয়ের মত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ এবং একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ডা.অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ, এবং জাতীয় দলের খেলোয়াড় ও প্রশিক্ষক জনি, ইমরান ও কামাল হোসেন। জেলা ক্রীড়া সংস্থা থেকে উপস্থিত ছিলেন সিজিকেএস এর সিনিয়র সদস্য জনাব শাহবুদ্দিন আহমেদ শামিম ও ক্যাম্প পরিচালক আদিল কবির।

প্রশিক্ষণার্থীদের মাঝে বেসবলের সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের দক্ষতা যাচাই করে ভবিষ্যৎ জাতীয় প্রতিযোগিতার জন্য সম্ভাব্য দল বাছাইয়ের কাজ চলমান রয়েছে।

চট্টগ্রামের মতো অন্যান্য জেলাতেও এই ধরনের উন্নয়নমূলক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, যা বেসবলের প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।