ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

বাংলাদেশে বেসবলের প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বগুড়া জেলা বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রশিক্ষক আলী ইমাম ও নাইমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাংবাদিক মমিনুর রশিদ শাহিন, খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বিট মডেল স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ বুলবুল, মোশাররফ হোসেন মিশুসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে জেলার ৫০ জন উদীয়মান খেলোয়াড় অংশ নিচ্ছে। তরুণ খেলোয়াড়দের মৌলিক দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, দলগত চেতনা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

প্রশিক্ষকরা খেলোয়াড়দের মাঠের টেকনিক্যাল অনুশীলনের পাশাপাশি ফিটনেস ও গেম সেন্স উন্নত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ সরঞ্জাম, খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। ক্যাম্প শেষে সেরা খেলোয়াড়দের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

প্রফেসর ড. অনুপম হোসেন বলেন, ‘বেসবলকে বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। তরুণ প্রজন্মকে এই আন্তর্জাতিক খেলায় সম্পৃক্ত করতে এই ধরণের ডেভেলপমেন্ট ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এই প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে বগুড়া জেলায় বেসবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং ভবিষ্যৎ জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ ও খেলোয়াড় তৈরির পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন বিবিএসএ।

MMS
আরও পড়ুন