মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা।
১ম সেটে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলে। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান। খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটেও নিজেদের করে নেয় পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন।
এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে হেরে যায় বাংলাদেশ।
আগামীকাল ব্রোঞ্জ জয়ের লক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিতব্য এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যকার ২য় সেমিফাইনালে পরাজিত দল।