এশিয়া কাপে নিজের দ্বিতীয় ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। যদিও ফিফটির পর বেশিদূর এগোতে পারেননি তিনি। তবুও শিরোপা নির্ধারণী ফাইনালে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ম্যান ইন গ্রিনরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই ৮৪ রান যোগ করেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ইনিংসের নবম ওভারে ৩২ বলে ফিফটি পূরণ করেছেন ফারহান।
বরুণ চক্রবর্তীর করা দশম ওভারের তৃতীয় বলে ছক্কা মারার পর চতুর্থ বলেও বড় শট খেলতে গিয়েছিলেন ফারহান। কিন্তু ডিপ মিড উইকেটে ধরা পড়লেন তিলক ভার্মার হাতে। ৩৮ বলে ৫৭ রানে তার আউটে ভাঙল পাকিস্তানের উদ্বোধনী জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান তুলেছে পাকিস্তান।