পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

দুর্দান্ত শুরু বাংলাদেশের। নারী বিশ্বকাপে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলার বাগিনীদের বিশ্বকাপের ইতিহাসে এটি ছিলো দ্বিতীয় দাপুটে জয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রথম থেকেই ছিলো বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। 

এদিন টস জিতে ব্যাট করতে নেমে নিয়ন্ত্রিত বোলিং-এর শিকার হয়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। বোলিং-এ পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন।

এরপর সহজেই রান তাড়া করে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।

এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ। সোবহানা মুস্তারী শেষদিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।

আজ মাঠে সবচেয়ে লক্ষণীয় ছিলেন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার-মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে তিনি ৩ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।

এদিকে এমন ম্যাচ জয়ের পর বেশ উৎফুল্ল দেখা যায় বাংলাদেশের দর্শক এবং সমর্থদের। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেদের এশিয়া কাপ ব্যর্থতার প্রসঙ্গ টেনে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন। 

বাংলার বাগিনীদের এমন দাপুটে জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা তাদের কাছে বিশ্বকাপ জয়ের আশা প্রকাশ করে শুভ কামনা জানাচ্ছেন।