নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুতেই বল হাতে দাপট দেখাল বাংলাদেশ দল। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় ফাতিমা সানার দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে বড় রান করতে দেয়নি।
ইনিংসের প্রথম ওভারেই ম্যাচের গতি পাল্টে দেন মারুফা আক্তার। টানা দুই বলে ওমাইমা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন তিনি। শুরুতেই দুই উইকেট হারিয়ে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। মুনিবা আলী ও রামিন শামীমকে ফিরিয়ে দেন রুমানা আক্তার। মাত্র ৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান আসে রামিন শামীমের ব্যাট থেকে-২৩ রান। উইকেটরক্ষক সিদরা নাওয়াজ ১৫ এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২২। তবে সেই রানও দলকে বড় স্কোর এনে দিতে যথেষ্ট হয়নি। ৩৮.৩ ওভারের মাথায় ১২৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আক্তার, তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। স্বর্না আক্তারের বোলিং বিশ্লেষণ ৩.৩-৩-৫-৩! রীতিমতো বিস্ময়কর! মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। এছাড়া রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯/১০ (মুনিবা ১৭, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)
