ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন কোচ লিওনেল স্কালোনির মূল লক্ষ্য হলো বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা। সেই লক্ষ্যে অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে আলবিসেলেস্তেরা।

প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (১১ অক্টোবর) ভোরে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাতিন আমেরিকার দল ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলো কোচ স্কালোনির জন্য তার দলের ফুটবলারদের যাচাই করে দেখার বড় সুযোগ। ধারণা করা হচ্ছে, তিনি একাদশে নতুনদের বেশি সুযোগ দেবেন। এছাড়া, তারকা খেলোয়াড় লিওনেল মেসি যে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না, তা এক প্রকার নিশ্চিত। স্কালোনি মূলত বিকল্প খেলোয়াড়দের পরখ করে দলের শক্তি বাড়াতে চাইছেন।

এদিকে এ ম্যাচকে ঘিরে উপমহাদেশে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে ফুটবলপ্রেমীরা চাইলেই খেলাটি দেখতে পারবেন না। 

চলতি মাসের দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ১৪ অক্টোবর। শিকাগোয় অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেস; আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেস, ইনজো ফার্নান্দেজ; নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।