এশিয়ান যুব গেমস

অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দলের ব্রোঞ্জ জয়

বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছে তরুণ কাবাডি খেলোয়াড়রা।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে গেমসের প্রথম পদক এনে দিয়েছিল। বালক দলের এই সাফল্যে এবারের আসরে বাংলাদেশের মোট পদকের সংখ্যা দাঁড়াল দুটি ব্রোঞ্জ।

বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দারুণ আধিপত্য দেখায়। লাল-সবুজের প্রতিনিধিরা বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে। বাংলাদেশ দলকে উদ্বুদ্ধ করতে মাঠে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরুটা কঠিন ছিল। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হারের পর দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ম্যাচে ইরানকে হারায়, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা জয় পায়। তবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হার ফাইনালে ওঠার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারিয়ে তৃতীয় স্থানের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তরুণরা।

এর আগে এশিয়ান যুব গেমসের আগের দুই আসরে অংশ নিলেও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবারের আসরে কাবাডি ডিসিপ্লিনে দুটি ব্রোঞ্জ পদক জয় করে দেশটি অর্জন করেছে ইতিহাসের সেরা পারফরম্যান্স।