সিরিজের প্রথম ওয়ানডেতে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপট দেখাল পাকিস্তান। ফখর জামানের দারুণ সূচনা এবং অধিনায়ক বাবর আজমের রেকর্ডগড়া সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিকরা। এটি বাবরের ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২৮৯ রানের লক্ষ্যে পাকিস্তান মাত্র ২ উইকেট হারিয়েই পৌঁছে যায়।
এর আগে পাকিস্তানের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন জানিথ লিয়ানাগে, আর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। লঙ্কানদের আটজন ব্যাটারই দুই অঙ্কের রান ছুঁতে সক্ষম হন।
জবাব দিতে নেমে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামা ফখর জামান ও সায়েম আইয়ুব শুভ সূচনা করেন। দলীয় ৭৭ রানে সায়েম ৩৩ রান করে ফিরলেও, ফখর দারুণভাবে ব্যাট করে যচ্ছিল। তবে ৩৫ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার ৭৮ রান করে চামিরার বলে আউট হন।
দুই ওপেনার ফিরে গেলেও আর পিছে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান লঙ্কান বোলারদের ওপর দাপট দেখিয়ে দলের জয় নিশ্চিত করেন। বাবর আজম সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের আগস্টে। প্রতিপক্ষ ছিল নেপাল। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস অপেক্ষার পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন বাবর।
১১৯ বলে ৮টি বাউন্ডারিসহ ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এটি তার ক্যারিয়ারের ২০তম শতক, সাঈদ আনোয়ারের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। অপর প্রান্তে রিজওয়ানও ৫৪ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন।