অ্যাশেজে বাংলাদেশের প্রথম আম্পায়ার সৈকত

শুরু হয়ে গেছে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ‘অ্যাশেজ’ সিরিজ। পার্থে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিরামহীন সামনে ছুটে চলেছেন সৈকত। একের পর এক সাফল্যে স্বপ্নের দ্বার খুলছে তার। ধারাবাহিক ভালো করার পুরস্কার নিয়মিতই পেয়ে যাচ্ছেন তিনি। এবার পেলেন অ্যাশেজে আম্পায়ারিং করার গৌরবও।

শুক্রবার পার্থে থার্ড আম্পয়ারের দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অনেক ‘প্রথম’ এর সাথে আরেকটি গৌরবময় ‘প্রথম’ যোগ হলো সৈকতের নামের পাশে। 

প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করছেন শরফুদ্দৌলা সৈকত। এমনি ব্রিসবেনে পরের টেস্টেই অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। যা নিশ্চয়ই বাংলাদেশের জন্যও সম্মানের।

আইসিসির এলিট আম্পায়ার সৈকত এর আগে র্বোডার-গাভাস্কার ট্রফি সহ বেশ কিছু বড় সিরিজে দায়িত্বে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত চ্যাম্পিয়নস ট্রফিতেও মাঠে দেখা গেছে তাকে।

তাছাড়া মেয়েদের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন তিনি।