জীবন সবসময় সমতল পথে চলে না। কখনো ক্লান্তি ভর করে, কখনো মনে হয় চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তগুলোতে মানুষের ভরসা হয় আল্লাহর দিকে ফিরে যাওয়ার। একটি হৃদয়ছোঁয়া দোয়া তখন শুধু শব্দ নয়—হয়ে ওঠে শান্তির আশ্রয়, শক্তির উৎস। তখন হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে রাসুলের (সা.) শেখানো ভাষায় আল্লাহর কাছে আশ্রয় চান এভাবে-
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا
উচ্চারণ: আল্লাহুম্মা, লা সাহলা ইল্লা মা ঝাআলতাহু সাহলান। ওয়া আনতা ইন শিইতা ঝাআলতাল হাযানা সাহলান।
অর্থ: ‘হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে খুব কঠিন কাজও সহজ করেন।’ (ইবনে হিব্বান ৯৭০)
মুমিন মুসলমানের উচিত, জীবনের কঠিন মুহূর্তে প্রশান্তি পেতে এবং কঠিন কাজ সহজে করতে নবীজি (সা.)-এর অনুসরেণ এ দোয়াটি বেশি বেশি পড়ুন।
মনে রাখা দরকার, কঠিন সময় চিরস্থায়ী নয়, কিন্তু সেই সময়কে পার হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়াই মুমিনের শক্তি। বিশ্বাসের সঙ্গে করা দোয়া মনকে স্থির করে, জীবন খুঁজে পায় নতুন পথ। তাই যে পরিস্থিতিই আসুক, আল্লাহর রহমতকে অবলম্বন করে এগিয়ে যাওয়াই মুমিনের কাজ।
সবচেয়ে বেশি সওয়াব হয় যে ৩ আমল করলে