আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন (২৪ ডিসেম্বর) সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে স্টেডিয়ামে বড় ধরনের জনসমাগম বা উৎসব আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ।
তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সহায়তা পাওয়া নিয়েও সংশয় রয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকেও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ‘সবুজ সংকেত’ বা ক্লিয়ারেন্স পায়নি বিসিবি।
আয়োজকদের পক্ষ থেকে টেকনিক্যাল সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২০ ও ২৩ ডিসেম্বরের তারিখ নিয়েও আলোচনা হয়েছিল, কিন্তু গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ঝুঁকির কারণে সেসব পরিকল্পনাও নাকচ হয়ে যায়। ফলে এবার বিপিএলে কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজন থাকছে না।