বিপিএলের হাইভোল্টেজ ফাইনালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ চলল তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডব। ক্যারিয়ারের তৃতীয় বিপিএল সেঞ্চুরি হাঁকিয়ে এই বাঁহাতি ওপেনার এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ শতকধারী বাংলাদেশি ক্রিকেটার। তার রেকর্ডগড়া ১০০ রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে ১৭৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৩ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হলেও পাওয়ার প্লেতে ৪০ রান তোলে রাজশাহী। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহানের সঙ্গে ৮৩ রান যোগ করেন তানজিদ। ফারহান ৩০ বলে ৩০ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন তামিম। মাত্র ২৯ বলে নিজের অর্ধশতক পূর্ণ করার পর ৬১তম বলে পৌঁছে যান জাদুকরী তিন অঙ্কের ঘরে।
এই সেঞ্চুরির মাধ্যমে তানজিদ তামিম পেছনে ফেলেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়কে। বিপিএলে বাংলাদেশিদের মধ্যে এত দিন এই তিনজনেরই সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি ছিল। এখন ৩টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে তানজিদ। বিপিএলে ৫টি সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে আছেন ক্রিস গেইল।
তানজিদের ৬২ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি ছক্কা ও ৬টি চারের মারে। তাকে যোগ্য সঙ্গ দেন কেন উইলিয়ামসন, যিনি ১৫ বলে ২৪ রান করেন। শেষদিকে জিমি নিশাম ৭ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন মুকিদুল ইসলাম। শিরোপা জিততে চট্টগ্রামের লক্ষ্য এখন ১৭৫ রান।
বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম 
