৫৭৫ রানের পাহাড় গড়েও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড

মাউন্ট মঙ্গানুই টেস্টে টম ল্যাথামের সেঞ্চুরি আর ডেভন কনওয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৭৫ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। তবে বিশাল রানের চাপ মাথায় নিয়েও ব্যাট হাতে দারুণ লড়াই শুরু করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান তুলেছে ক্যারিবীয়রা। দুই ওপেনার জন ক্যাম্পবেল ৪৫ এবং ব্রেন্ডন কিং ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এখনো নিউজিল্যান্ডের চেয়ে ৪৬৫ রানে পিছিয়ে রয়েছে উইন্ডিজ।

এর আগে ১ উইকেটে ৩৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। আগের দিনের ১৭৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ডেভন কনওয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ৩৬৭ বলে ২২৭ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলেন তিনি, যা ৩১টি চারে সাজানো এবং তার টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

এছাড়া রাচিন রবীন্দ্র ৭২ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করলে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং দিনের শেষ সেশনটি কোনো বিপর্যয় ছাড়াই পার করে দেয় দুই ওপেনার।