ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুশফিকের ঐতিহাসিক ১০০তম টেস্ট, ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।

এ ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম মাঠে নেমেই ছুঁয়েছেন অনন্য মাইলফলক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কৃতিত্ব তার ঝুলিতে যোগ হলো। দেশের আর কোনো ক্রিকেটার এখনো এই পর্যায়ে পৌঁছাতে পারেননি।

২০০৫ সালে ঐতিহাসিক লর্ডস টেস্ট দিয়ে মুশফিকুর রহিমের আন্তর্জাতিক যাত্রা শুরু। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাংলাদেশের এ সাবেক অধিনায়ক গড়েছেন একের পর এক রেকর্ড। মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২টি সেঞ্চুরি এবং ২৭টি ফিফটি। সাদা পোশাকের ক্রিকেটে তার মোট রান ৬ হাজার ৩৫১। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ২১৯ রানের ইনিংসও রয়েছে।

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মুরাদ।

আয়ারল‍্যান্ড একাদশ:

অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার।

DR/AHA
আরও পড়ুন