উন্নতির জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি: তাসকিন

সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

শারজাহ ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আর দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ। প্রথমে বল করে ৩ উইকেট নিয়েছেন তাসকিন, দিয়েছেন ৪০ রান। অন্যদিকে মুস্তাফিজ ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন জোড়া উইকেট। ম্যাচটা ৬৩ রানে জিতেছে মুস্তাফিজদের দুবাই। 

ম্যাচ শেষে এক ভিডিওবার্তায় কিছুটা হতাশা ঝরেছে তাসকিনের কণ্ঠে।

তাসকিন আহমেদ বলেন, ‘কঠিন হার ছিল। বর্তমানে আমরা এমন জায়গায় আছি, আমাদের বাকি সব ম্যাচেই জিততে হবে। আমরা প্রত্যাশামত ব্যাট করতে পারিনি। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। তারা (দুবাই) কন্ডিশন অনুযায়ী ২০ রান বেশি করে ফেলেছে। পিচে কিছুটা বাউন্স এবং টার্ন ছিল। তারা শেষ ৫ ওভারে অনেক ভালো ব্যাট করেছে, শুরুতেও করেছে। সেখানেই আমরা হেরেছি। এসব ম্যাচে এগুলো অনেক জরুরি। আমরা ৩ উইকেট হারিয়ে ফেলেছি শুরুতে। এসবেরই মূল্য চুকাতে হয়েছে ম্যাচ হেরে।’

এছাড়া টুর্নামেন্ট নিয়ে গতিতারকা বলেছেন, ‘হ্যাঁ দারুণ লাগছে এখানে। সবকিছু দারুণ পেশাদার। যেভাবে টিম ম্যানেজমেন্ট সবার উপর আস্থা রাখছে, ব্যাপারটা দারুণ। প্রথমবার এখানে এসেছি, আমি আইএলটি-টোয়েন্টি অনেক উপভোগ করছি। ম্যাচ শেষে সবসময়ই উন্নতির চিন্তা থাকে। আরও কিছুটা ভালো করতে পারতাম হয়ত। তবে টি-টোয়েন্টি ম্যাচে এমনটা হয়েই থাকে। উন্নতির জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খুব একটা বিশ্রাম পাওয়ার সুযোগ নেই তাসকিনদের। টানা দুই দিনে দুই ম্যাচ খেলতে হবে। ২০ ডিসেম্বর রাতের ম্যাচে টেবিল টপার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামছে তাসকিনদের শারজাহ।