২০২৫ ক্রিকেট: রেকর্ডের রোশনাই আর তিক্ত কূটনীতির বছর

বিদায় নিতে যাচ্ছে ২০২৫ সাল। ক্রিকেট ইতিহাসের পাতায় এই বছরটি একদিকে যেমন নজিরবিহীন ব্যক্তিগত কীর্তি আর নতুন বিশ্বচ্যাম্পিয়নদের উত্থানের সাক্ষী হয়ে থাকবে, অন্যদিকে ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতা মাঠের খেলাকেও করে তুলেছে বিষাক্ত। ব্যাটে-বলে রেকর্ডের ফুলঝুরি ছুটলেও ক্রিকেট বিশ্বের বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কূটনীতি আর ‘অদৃশ্য ট্রফি’।

১. ভারত-পাকিস্তান: ‘অদৃশ্য ট্রফি’ ও চরম তিক্ততা

২০২৫ সালে ক্রিকেট অভিধানে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে ‘হাইব্রিড মডেল’। রাজনৈতিক বিরোধে দুই দেশ একে অপরের মাটিতে পা রাখেনি। কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর থেকে ভারতীয় ক্রিকেটাররা কোনো ম্যাচেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এমনকি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পিসিবি ও এসিসি কর্মকর্তাদের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত অধিনায়ক শুবমান গিল। ট্রফি ছাড়াই ‘অদৃশ্য ট্রফি’ হাতে উল্লাসের সেই দৃশ্য ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক বিচিত্র অধ্যায় হয়ে রইল।

২. ভারতের ‘ট্রিপল ক্রাউন’ ও গিলের উত্থান

মাঠের কূটনীতি যাই হোক, পারফরম্যান্সে ভারতের দাপট ছিল প্রশ্নাতীত। পুরুষদের সীমিত ওভারের ক্রিকেটে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ। এর পাশাপাশি নভেম্বরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়নডে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত।

অধিনায়ক হিসেবে শুবমান গিলের জন্য বছরটি ছিল স্বপ্নের মতো। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৫৪ রান ও এক বছরে মোট ৭টি সেঞ্চুরি করে তিনি নিজেকে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

৩. প্রোটিয়াদের প্রথম বিশ্বজয়

দীর্ঘদিন ধরে ‘চোকার্স’ অপবাদ বইতে থাকা দক্ষিণ আফ্রিকা অবশেষে ২০২৫ সালে পেয়েছে সাফল্যের দেখা। জুনে লর্ডসের ঐতিহাসিক মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জয় করে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমার হাতে টেস্ট ক্রিকেটের রাজদণ্ড ‘গদা’ ওঠার মুহূর্তটি ছিল বছরের অন্যতম সেরা দৃশ্য। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে উইয়ান মুল্ডারের অপরাজিত ৩৬৭ রানের ইনিংসটি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছিল।

৪. অ্যাশেজ ও ইংল্যান্ডের ব্যর্থতা

ইংলিশ ক্রিকেটের জন্য বছরটি ছিল হতাশার। অস্ট্রেলিয়ার কাছে মাত্র ১১ দিনের ব্যবধানে প্রথম তিন টেস্ট হেরে অ্যাশেজ খোয়ায় বেন স্টোকসের দল। যদিও বছরের শেষ মেলবোর্ন টেস্টে ২ দিনেই জয় পেয়ে কিছুটা সান্ত্বনা খুঁজেছে তারা। এছাড়া প্রযুক্তির ব্যবহার নিয়েও বিতর্ক ছিল তুঙ্গে; বিশেষ করে অ্যাডিলেড টেস্টে স্নিকোমিটারের ভুল সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে ক্রিকেট দুনিয়ায়।

৫. বাংলাদেশ: ছক্কার নেশায় নতুন রূপ

বাংলাদেশের জন্য বছরটি ছিল অম্ল-মধুর। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে সিরিজ হারিয়ে চমক দিলেও সংযুক্ত আরব আমিরাতের কাছে হার ছিল চরম লজ্জার। তবে ২০২৫ সালে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচে বড় বদল দেখা গেছে। এ বছর টাইগাররা সম্মিলিতভাবে রেকর্ড ২০৬টি ছক্কা মেরেছেন, যা আগে কখনো দেখা যায়নি।

৬. বিস্ময়কর যত রেকর্ড

ছক্কার সেঞ্চুরি: অস্ট্রিয়ার হয়ে খেলা ভারতীয় বংশোদ্ভূত করণবীর সিং টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ১২২টি ছক্কা মেরেছেন, যা এক পঞ্জিকাবর্ষে বিশ্বরেকর্ড।

বোলিং ম্যাজিক: ভুটানের স্পিনার সোনাম ইয়েশি মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন।

ব্যাটিং তাণ্ডব: এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে ওভারপ্রতি রান ছিল ৫.৯৮, যা গত ১৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

স্টার্কের তোপ: ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৭ রানে গুটিয়ে দিতে মিচেল স্টার্কের ৬ উইকেটের স্পেলটি ছিল বছরের অন্যতম বিধ্বংসী বোলিং।

২০২৫ সাল আমাদের শিখিয়েছে যে ক্রিকেট এখন কেবল মাঠের লড়াই নয়, এটি এখন গ্লোবাল পলিটিক্সেরও বড় অংশ। রেকর্ডের জয়গানে ২০২৬ সালকে স্বাগত জানাতে প্রস্তুত ক্রিকেট বিশ্ব, যেখানে সমর্থকদের প্রত্যাশা—বিতর্ক নয়, জয় হোক কেবল বিশুদ্ধ ক্রিকেটের।