ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে 'সোনার বাংলা পাথওয়ে টি২০ ক্রিকেট লিগ ২০২৬' নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদকে এই টুর্নামেন্টের প্রধান বা লিড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠের লড়াই শুরু হওয়ার কথা রয়েছে। বগুড়া ও রাজশাহী এই দুই ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ছয় থেকে আটটি দল নিয়ে এই লিগ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। জাতীয় নির্বাচক প্যানেল খেলোয়াড়দের নির্বাচন করবেন। মূলত নিচের দুটি ক্ষেত্র থেকে খেলোয়াড় বাছাই করা হবে:
ক) বিপিএল ২০২৫-২৬-এর নিলাম তালিকায় থাকা যেসব ক্রিকেটার কোনো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাননি।
খ) ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ না করা আটটি দলের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়বৃন্দ।
টুর্নামেন্টের পেশাদারিত্ব ও মান বজায় রাখতে বিসিবি প্রতিটি দলের জন্য আলাদা ম্যানেজমেন্ট নিয়োগ দেবে। এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিকসহ টুর্নামেন্টের যাবতীয় আর্থিক বিষয়গুলো সরাসরি বিসিবি পরিচালনা করবে।
'সোনার বাংলা পাথওয়ে টি২০ ক্রিকেট লিগ ২০২৬'-এর দলের গঠন, ম্যাচের সময়সূচি এবং অন্যান্য নিয়মাবলী খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড।