মোস্তাফিজের স্থানে যদি লিটন বা সৌম্য হতেন? প্রশ্ন শশী থারুর

রেকর্ড দামে নিলামে দল পেয়েও বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হলো। ভারতের উগ্রবাদী গোষ্ঠীদের হুমকির মুখে নতি স্বীকার করে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

ভারতে যখন উগ্রবাদীদের হুমকি চলছে, তখনই মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক সংসদ সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। তাকে দল থেকে বাদ দেওয়ার পর আবারও মুখ খুলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন তিনি।

তিনি প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজ না হয়ে যদি সেই ক্রিকেটার সৌম্য সরকার বা লিটন দাস হতেন, তাহলেও কি একই ফল আসত? তার কথা, ‘বিসিসিআই নিন্দনীয়ভাবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের খেলোয়াড় যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো? আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি-একটি দেশ, একজন ব্যক্তি নাকি তার ধর্মকে? খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাদের?’

তার আগে শুক্রবার তিনি জানিয়েছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটকে বহন করতে হবে। আমার অবস্থান পরিষ্কার। আমাদের উচিত কিছু বিষয়কে অন্য বিষয় থেকে আলাদা রাখা।’

প্রতিবেশী দেশগুলোকে খেলাধুলার মাধ্যমে আলাদা করে দেওয়ার বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছিলেন থারুর। তিনি বলেন, ‘ভারত যদি এমন দেশ হয়ে যায় যে সব প্রতিবেশীকে আলাদা করে রাখবে এবং বলবে কেউ তাদের সঙ্গে খেলবে না, তাহলে তাতে কোনো ভালো ফল আসবে না। এই বিষয়ে আমাদের বড় মন আর বড় চিন্তা দরকার।’

একই প্রশ্ন ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার মদনলালেরও, ‘খেলাধুলায় কেন এত রাজনীতি? আমি জানি না ক্রিকেট কোনদিকে যাচ্ছে। নিশ্চয়ই উঁচুমহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক; কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়?’