বিপিএল

প্লে-অফ নিশ্চিতে শেষ চারের লড়াইয়ে তিন পক্ষ

সিলেট পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে বিপিএল এখন ঢাকার অপেক্ষায়। সোমবার রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের ফলে পয়েন্ট টেবিলের নাটকীয়তা নতুন মোড় নিয়েছে। লিগ পর্বের এখনো ছয়টি ম্যাচ বাকি থাকলেও এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তিনটি দল- রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, ৯ ম্যাচে ৫ জয় পাওয়া স্বাগতিক সিলেট টাইটান্স ১০ পয়েন্ট নিয়ে তিনে থেকে তাদের প্লে-অফ নিশ্চিত করেছে।

প্লে-অফের চতুর্থ ও শেষ জায়গাটির জন্য লড়াই চলছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে রংপুর। বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই তাদের শেষ চার নিশ্চিত হবে।

অন্যদিকে, মাত্র ৪ পয়েন্ট পাওয়া ঢাকা ও নোয়াখালীর ভাগ্য ঝুলে আছে সুতোর ওপর। প্লে-অফে যেতে হলে এই দুই দলকেই তাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে এবং রংপুরের হারের অপেক্ষায় থাকতে হবে।

আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে লিগ পর্বের শেষ ছয়টি ম্যাচ। এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। আগামী ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের এই আসরের।