ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের টানাপোড়েন এবার উঠে এলো বৈশ্বিক মঞ্চে। আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চলে আসে একটি দৃশ্য—প্রথাগত প্রি-ম্যাচ হ্যান্ডশেক এড়িয়ে যান দুই দলের খেলোয়াড়রা।
টসের সময় ভারত অধিনায়ক আয়ুষ মাথরে ও বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে কোনো করমর্দন হয়নি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম একাদশে থাকলেও টস করতে নামেন সহ-অধিনায়ক আবরারই।
বৃষ্টির কারণে খেলা শুরুতে বিলম্ব হয়। পরে টস জিতে আবরার বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বুলাওয়েওর উইকেট ভেজা থাকায় প্রথমে বোলিং করাকেই সুবিধাজনক মনে করেন তিনি।
যদিও পিচ, একাদশ ও কৌশল নিয়ে টসের সময় কথাবার্তা ছিল পুরোপুরি পেশাদার, তবু করমর্দন এড়িয়ে যাওয়ার বিষয়টিই বিশ্বজুড়ে সমর্থকদের নজর কেড়ে নেয়। এর আগে ২০২৫ এশিয়া কাপ ও নারী বিশ্বকাপে রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে পাকিস্তানের বিপক্ষে ভারতের এমন আচরণ দেখা গিয়েছিল। এবার সেই ধারা বাংলাদেশ ম্যাচেও দেখা গেল।
২০২৫ সালে পাকিস্তানকে ঘিরে শুরু হওয়া অবস্থান যেন এখন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক মতবিরোধ, আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের চুক্তি বাতিল এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভেন্যু নিয়ে বিতর্ক- সব মিলিয়ে বিসিসিআই ও বিসিবির সম্পর্কের ওপর চাপ বেড়েছে।
টস শেষে অবশ্য মনোযোগ ফেরে ক্রিকেটে। নিজের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন জাওয়াদ আবরার। অন্যদিকে ভারত অধিনায়ক আয়ুষ মাথরে জানান, তারাও আগে বোলিং করতে চাইতেন, তবে ব্যাটিং করেও লক্ষ্য নির্ধারণে প্রস্তুত।
টসের সময় আবরার বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। উইকেটটা ভেজা মনে হচ্ছে, প্রথম ১০–১৫ ওভারে সেটার সুবিধা নিতে চাই। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, এশিয়া কাপেও ভালো করেছি। আজ দলে দুজন অলরাউন্ডার খেলছে।’
ভারত অধিনায়ক মাথরে বলেন, ‘আমরাও আগে বোলিং করতে চাইতাম, উইকেট ভেজা দেখাচ্ছে। তবে সমস্যা নেই। ব্যাটিং নিয়ে কিছুটা উদ্বেগ ছিল, ছোট লক্ষ্য হলেও সহজে তাড়া করা যেত। যাই হোক, আজ দলে কোনো পরিবর্তন নেই।’