মাঠের ক্রিকেটে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তন, জনরোষ এবং একাধিক মামলার মুখে পড়লেও ভবিষ্যতে আবারও নিজ জন্মভূমি মাগুরা থেকে নির্বাচনে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার পতনের ফলে তার রাজনৈতিক ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে পড়ে। সেই সময় বিদেশে থাকলেও দেশে তার নামে বেশ কিছু মামলা দায়ের করা হয়।
এত কিছুর পরেও রাজনীতি থেকে পিছিয়ে যেতে রাজি নন সাকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। এটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব এবং মানুষের সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
বর্তমানে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও সাকিবের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তিনি রাজনৈতিক ময়দানে পুনরায় সক্রিয় হতে বদ্ধপরিকর।

