উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মুস্তাফিজ 

উইজডেনের ২০২৫ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বছরজুড়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই মুস্তাফিজকে এই মর্যাদাপূর্ণ দলে জায়গা করে দিয়েছে। গত বছর টি-২০’র সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ উইকেট পাওয়ায় বর্ষসেরা একাদশে রাখা হয়েছে তাকে।

উইজডেনের বর্ষসেরা একাদশে টপ অর্ডারের ব্যাটার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা, ইংল্যান্ডের ফিল সল্ট এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। তারা তিনজনই জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এক বছরে দেড় হাজারের ওপরে রান করেছেন।

২০২৫ সালে মুস্তাফিজুর রহমান খেলেছেন বাংলাদেশ, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও দুবাই ক্যাপিটালসের হয়ে। বছরজুড়ে তিনি নিয়েছেন ৫৯টি উইকেট, ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। নূন্যতম ১৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের গড় (১৮.০৩) ছিল সবচেয়ে ভালো। আর স্ট্রাইক রেটের দিক থেকে কেবল জেসন হোল্ডার তার চেয়ে এগিয়ে। রান আটকে রাখা ও নিয়মিত উইকেট নেয়ার কার্যকারিতাই মুস্তাফিজকে এনে দিয়েছে উইজডেন একাদশে জায়গা।

উইজডেনের ২০২৫ টি-টোয়েন্টি একাদশ
অভিষেক শর্মা (ভারত)
১ হাজার ৬০২ রান, স্ট্রাইক রেট ২০২; সঙ্গে ১০ উইকেট
এক ক্যালেন্ডার বছরে বল প্রতি ২ রানের বেশি গড়ে এক হাজার রান করা প্রথম ব্যাটার।

ফিল সল্ট (ইংল্যান্ড), উইকেটকিপার
১ হাজার ৫৭৫ রান, স্ট্রাইক রেট ১৫৩
ইংল্যান্ড ও আইপিএলে দুর্দান্ত ধারাবাহিকতা।

দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)
১ হাজার ২০০ রান, স্ট্রাইক রেট ১৮১

স্যাম কারেন (ইংল্যান্ড)
১ হাজার ৫২১ রান ও ৫১ উইকেট
ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স, আইএলটি২০-তে টুর্নামেন্ট সেরা।

ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা)
৮০৯ রান, স্ট্রাইক রেট ১৮৭
মিডল অর্ডারের কার্যকরী ফিনিশার।

টিম ডেভিড (অস্ট্রেলিয়া)
১ হাজার ২৩১ রান, স্ট্রাইক রেট ১৭৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরি তার অন্যতম সেরা ইনিংস।

সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)
৩৬ উইকেট, ইকোনমি ৬.৬৬
বছরের সবচেয়ে কিপটে বোলারদের একজন।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
৯৭ উইকেট
২০২৫ সালে সর্বোচ্চ উইকেটশিকারি টি-টোয়েন্টি বোলার।

জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড)
৫৮ উইকেট
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অসাধারণ সাফল্য।

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৫৯ উইকেট, ইকোনমি ৬.৭৮
বছরের সবচেয়ে কার্যকর বোলারদের একজন।

বরুণ চক্রবর্তী (ভারত)
৫৫ উইকেট, ইকোনমি ৭.৬২
আন্তর্জাতিক ক্রিকেটে ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি।