বাংলাদেশকে চূড়ান্ত আলটিমেটাম, ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যকার চলমান অচলাবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 

বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ডের এক জরুরি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে যে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না গেলে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হবে।

আইসিসি সূত্রে জানা গেছে, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মাত্র এক দিনের সময় দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় থাকে, তবে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্থলাভিষিক্ত হবে স্কটল্যান্ড। সভায় আইসিসি চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের মাটিতে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করলে বিষয়টি নিয়ে সভায় ভোটাভুটি হয়। অধিকাংশ সদস্যই সূচি অনুযায়ী খেলার পক্ষে মত দেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। 

উল্লেখ্য, একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে ভারতের ভেন্যুগুলোতে নিরাপত্তা ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’ বলা হলেও সরাসরি কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি।

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় (৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি) এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা। এখন বাংলাদেশ সরকার ও বিসিবির শেষ বার্তার ওপরই নির্ভর করছে বিশ্বকাপে টাইগারদের অংশগ্রহণ।

এর আগে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকা সফর করে নিরাপত্তার বিষয়ে বিসিবিকে আশ্বস্ত করার চেষ্টা করলেও বরফ গলেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ বিশ্বকাপে থাকছে কি না।