‘লজ্জা এড়াতে বিশ্বকাপ বয়কট করা উচিত’

টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার (২৫ জানুয়ারি) উড়ন্ত জয়ে টানা ১১তম সিরিজ নিশ্চিত করেছে তারা, যা তাদের ঘরের মাঠে বিশ্বকাপের আগে অন্য দলগুলোকে সতর্কবার্তা দিয়ে রাখছে। 

ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী কৃষ্ণমাচারী শ্রীকান্ত বললেন, বিশ্বকাপে সূর্যকুমার যাদবের দলের মুখোমুখি হওয়ার আগে ভীত থাকবে দলগুলো। বিশেষ করে পাকিস্তানের উদ্দেশ্যে তার বার্তা- লজ্জা এড়াতে তাদের বিশ্বকাপ বয়কট করা উচিত।

ভারতে বিশ্বকাপ না খেলার দাবিতে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ বয়কটের আভাস দিয়েছেন। অথচ তারা ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ভারতের বিপক্ষেও তাদের খেলা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে সেই ম্যাচ ঘিরে এখনই পাকিস্তানকে খোঁচা দিলেন শ্রীকান্ত।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৪ রান তাড়া করতে নেমে ভারত ১০ ওভারেই ম্যাচ জেতে। অভিষেক শর্মা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি করে জয়ের নায়ক। এছাড়া সূর্যকুমারও করেন ঝড়ো হাফ সেঞ্চুরি। ১৫০ বা তার বেশি রান তাড়া করতে নেমে দ্বিতীয় দ্রুততম জয় পেয়েছে ভারত। শ্রীকান্তের মতে, ভারতের আসল রূপ দেখা গেছে এই ম্যাচে এবং বিশ্বকাপেও তারা একই চেহারা দেখাবে।

নিজের ইউটিউব শোতে শ্রীকান্ত বলেছেন, ‘শেষ ম্যাচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এই ম্যাচে ১০ ওভারের মধ্যে তারা দেড়শ করল। এটা দেখে অনেক দলই বলতে পারে, ‘না আমরা আসছি না। তোমরা কাপ রেখে দাও।’

এরপর পাকিস্তানকে উদ্দেশ্য করে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ওপেনার বললেন, ‘এই যে পাকিস্তান, এসো না। তোমাদের মহসিন নাকভি এনিয়ে কথা বলেছে- এসো না। তোমরা উড়ে যাবে। কলম্বোতে মারা ছক্কা মাদ্রাজে গিয়ে পড়রে। সাবধান, সেরা উপায় হলো দূরে থাকা। কোনো একটা অজুহাত বের করে এসো না। এই ছেলেরা তাদের গুঁড়িয়ে দেবে। বিশ্বের প্রত্যেক ক্রিকেট দলের বিপক্ষে এটা হুঁশিয়ারি সংকেত। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের বিধ্বংসী ব্যাটিং- এমন কিছু আগে কখনো দেখিনি।’