অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের সুপার সিক্সে শুভ সূচনা করেছে ভারত ও পাকিস্তান। সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ২১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথ অনেকটা সহজ করেছে।
সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারত রান উৎসব করে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তারা ২৯৫ রান করেছিল। জবাবে নিউজিল্যান্ড মাত্র ৮১ রানে অল আউট হয়। অন্যদিকে আয়ারল্যান্ডকে ১৮২ রানে আটকে দিলেও জয় পেতে যথেষ্ঠ ঘাম ঝড়াতে হয়েছে পাকিস্তানকে। ৭ উইকেট হারিয়ে জয় পায় তারা।
সুপার সিক্সে দুই গ্রুপে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ ১ এ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, নেপাল ও আয়ারল্যান্ড। এ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সুবিধাজনক অবস্থায় রয়েছে। দুই নম্বর গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সেমিফাইনাল খেলার সম্ভাবনায় অন্য দল থেকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে।