অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লিগে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডময় কৃতিত্ব গড়েছেন রিফাত বেগ। বিকেএসপির এই কিশোর ক্রিকেটারের আগে এই ফরমেটে বয়সভিত্তিক ক্রিকেটে আর কেউ কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। এলিট লিস্টে রিফাত বেগই প্রথম বাংলাদেশের প্রথম ক্রিকেটার।
রাজশাহীতে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে প্রায় ১১ ঘণ্টা ব্যাটিং করে অপরাজিত ৩২০ রানের একটি ইনিংস খেলেছেন। তার এই রেকর্ড গড়া কৃতিত্বে আরো অনেকের সঙ্গে বিকেএসপির সাবেক ক্রিকেট কোচ ও মেন্টর নাজমুল আবেদিন ফাহিম তাকে অভিনন্দন জানিয়েছেন।
রিফাতকে অভিনন্দন জানিয়ে ফাহিম তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, আমরা যেখানে শত রান দেখলেই সন্তুষ্ট হয়ে যাই, বড় খেলোয়াড়ের তকমা দিয়ে ফেলি, সেখানে ৩২০ রান করে অপরাজিত থাকা অনেক বড় একটি অর্জন তা স্বীকার করতেই হবে। মিডিয়া যথেষ্ট গুরুত্ব দিয়ে এটি প্রচার করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি বিরল এই অর্জন একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে না। এটিই হবে একজন বড় খেলোয়াড় হবার মাপকাঠি এবং অন্যদের, বিশেষ করে বয়সভিত্তিক খেলোয়াড়দের উৎসাহিত করবে বড় ইনিংস খেলার জন্য এবং এর মধ্য দিয়ে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য।
ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ থাকলো এ ধরনের ইনিংস খেলার উপযোগী উইকেট যেন বয়স ভিত্তিক খেলোয়াড়দেরও সবসময় দেওয়া হয়। পাশাপাশি এই অর্জনের জন্য রিফাতকে কোন বিশেষ সম্মাননা প্রদান করা যায় কিনা তাও ভেবে দেখা দরকার। এই স্বীকৃতি নিশ্চিত ভাবে অন্যদেরও উৎসাহিত করবে।
রিফাতসহ অন্যান্য বয়সভিত্তিক খেলোয়াড়দের কাছ থেকে এমন আরো অনেক ইনিংস দেখার অপেক্ষায় রইলাম।