বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ শুক্রবার (১৫ মার্চ)। প্রথম ম্যাচে জয়ের ফলে বাংলাদেশ সিরিজে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে টাইগাররা। টস জয়ী শ্রীলঙ্কা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা রাত্রির ম্যাচটি বেলা আড়াইটায় শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ফিল্ডিং করেছিল।
সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সামনে সহজ সমীকরণ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে সফরকারী শ্রীলঙ্কার সামনে একটাই পথ- ম্যাচ জিততেই হবে। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে জয়ী দল অপরিবর্তিত রেখেছে স্বাগতিক বাংলাদেশ।
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
বাংলাদেশ একাদশ:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।