বাংলাদেশকে অনেক লম্বা সময় অপেক্ষায় রেখে ইনিংস ঘোষণা করলো শ্রীলঙ্কা। তৃতীয়দিনের শেষ বিকেল থেকেই অপেক্ষার প্রহর শুরু হয়েছিল, শ্রীলঙ্কা কখন দান ছাড়বে। বাংলাদেশকে শেষ ইনিংসে কতো রানের টার্গেট দেবো। সেই সিদ্ধান্ত জানালো শ্রীলঙ্কা চতুথদিনের সকালের দেড় ঘন্টা ব্যাটিংয়ে পরে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান তুলে ডিক্লেয়ার্ড করলো তারা। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে এখন চট্টগ্রাম টেস্টে রেকর্ড ৫১১ রান তুলতে হবে। টেস্ট ম্যাচে এতো বেশি রান তাড়া করে ম্যাচ জেতার কোনো নজিরই যে নেই। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ড করতে হবে।
শেষ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। সেইন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা শেষ ইনিংসে ৪১৮ রান তুলে ম্যাচ জিতেছিল। আর চট্টগ্রামের মাটিতেও সর্বোচ্চ ৩৯৪ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের।
পুরো সিরিজ জুড়ে যে নতজানু ব্যাটিংয়ের প্রর্দশর্নী বাংলাদেশ দেখিয়েছে তাতে চট্টগ্রামের শেষ ইনিংসে ৫১১ রানের বিশ^রেকর্ড গড়ে ম্যাচ জিতে যাবেÑএতো বড় স্বপ্ন সম্ভবত বাংলাদেশের ড্রেসিংরুমেরও কেউ দেখছে না!
শ্রীলঙ্কা মুলত বাংলাদেশকে কোনো রকম সুযোগ দিতেই চায়নি বলেই ইনিংস ঘোষণার সময়টা এতো পিছিয়ে দেয়। চট্টগ্রামের উইকেটের আচরণ জানাচ্ছে সামনের সময় এখানে ব্যাটিং মোটেও সহজ কোনো কাজ হবে না। উইকেটে বল নিচু হচ্ছে। বল টার্ন নিচ্ছে। স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। এমন উইকেটে সামনের পাঁচ সেশনে জয়ের জন্য ৫১১ রানকে প্রায় অসম্ভব টার্গেট মনে হচ্ছে। তবে সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে এই রানের পেছনে ছুটতেই হবে।
দুই টেস্ট ম্যাচের সিরিজে সিলেট ৩২৮ রানে জিতে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে রয়েছে। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও তারা সিরিজ জিতবে।
শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে পাওয়া ৩৫৩ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে যোগ করেছে ১৫৭ রান। তাতেই তাদের লিডটা গিয়ে ঠেকেছে ৫১০ রানে। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছিল বিপাকে। গতকাল তৃতীয় দিনটা তারা শেষ করেছিল ৬ উইকেটে ১০২ রান তুলে। তবু অবশ্য দলটা এগিয়ে ছিল ৪৫৫ রানে। তার সঙ্গে আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে তারা ৫৫ রান যোগ করেছে।
সকালে এক ঘণ্টা বোলিং করে বাংলাদেশ স্রেফ অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেটটাই তুলে নিতে পেরেছে। সাকিব আল হাসান তাকে সাজঘরে পাঠিয়েছেন বোল্ড করে। তার আগে অবশ্য ক্যারিয়ারের ৪১তম ফিফটি তুলে নিয়েছেন ম্যাথিউস।
তার পর প্রভাত জয়াসুরিয়া আর বিশ্ব ফার্নান্দো মিলে শ্রীলঙ্কাকে সামনে নিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। অষ্টম উইকেটেও দুজন মিলে যোগ করে ফেলেছিলেন ২৮ বলে ২৫ রান। প্রবাথ ২৮ আর বিশ্ব ৮ রানে অপরাজিত ছিলেন। ঠিক তখনই অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ইনিংস ঘোষণা করে বসেন। বিশাল রান তাড়ায় প্রথম সেশনের শেষ দিকেই নেমে পড়তে হয় বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (দ্বিতীয়দিন শেষে) ৫৩১/১০ (১৫৯ ওভারে, মাদুশকা ৫৭, করুনারত্নে ৮৬, কুশাল মেন্ডিজ ৯৩, ম্যাথুস ২৩, চান্দিমাল ৫৯, ধনাঞ্জয়া ৭০, কামিন্দু মেন্ডিস ৯২*, হাসান মাহমুদ ২/৯২, সাকিব ৩/১১০, মিরাজ ১/১৪৬)। বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৮। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ১৫৭/৭ ডিক্লেয়ার্ড।