টি-টোয়েন্টি নেতৃত্বে বাবর এখন সবার সেরা

ভারত বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। সেই তাকে পুনরায় ফেরানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। তার অধীনেই বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুত করছে রিজওয়ান-শাহিন আফ্রিদিরা। স্বপ্ন দেখছে বিশ্বকাপ ট্রফির। এমন যখন পরিস্থিতি তখন নেতৃত্বে বাবর গড়েছেন নতুন কীর্তি।

সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডর বিপক্ষে ব্যাট হাতে কোনো রান করতে না পারলেও বাবর মুনশিয়ানা দেখিয়েছেন নেতৃত্বে। পিছিয়ে পড়া দলকে নেতৃত্ব দিয়ে সিরিজে ফিরিয়েছেন। আর এমন দিনে ব্যাট হাতে কিছু না করেই অধিনায়ক হিসেবে গড়েছেন অনন্য এক কীর্তি। যেই কীর্তি নেই এমএস ধোনি, কেন উইলিয়ামসন, ইয়ন মরগান ও রোহিত শর্মাদেরও। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কীর্তি এখন বাবর আজমের দখলে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ১৯ বল ও ৭ উইকেট  হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান। তাতে বাবরের নামের পাশে যোগ হয়েছে আরেকটা কীর্তি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৪৫টি ম্যাচ জয় এখন কেবলই বাবরের। উগান্ডার অধিনায়ক ব্রিয়ান মাসাবার ৪৪টি জয়কে ছাড়িয়ে এই রেকর্ড গড়েছেন বাবার। যেখানে ৪২টি জয় নিয়ে তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান।

বাবর এই কীর্তি গড়েছেন ৭৮ তম ম্যাচে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিও এখন বাবরের নামের পাশে। এই ফরম্যাটে দলকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। সঙ্গে সবচেয়ে বেশি জয়ের মাল্যটাও উঠেছে তার গলায়াই। এই সময়ে ৪৫টি ম্যাচে জয়ের সঙ্গে বাবর হেরেছেন ২৬ ম্যাচে। ম্যাচের সংখ্যার বিচারে বাবরের পরে আছেন অ্যারণ ফ্রিঞ্চ ও ভারতের সাবেক অধিনায়ক ধোনি। তাদের ম্যাচের সংখ্যা যথাক্রমে ৭৬ ও ৭২টি।